লালমনিরহাটে দ্বিতীয় দফা বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সদর ও আদিতমারী উপজেলা সংলগ্ন তিস্তা নদীতে কমপক্ষে সাতটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে এসব এলাকার ফসলি জমি, বসতভিটা বিলীন হতে শুরু করেছে। হুমকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। অনেকে বসতভিটা হারিয়ে আশ্রয় নিচ্ছেন অন্যের জমিতে। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রতি বছরই নদীভাঙনের শিকার হচ্ছেন তারা। হাতীবান্ধায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে গতকাল তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫১ দশমিক ৭০ সেন্টিমিটার যা বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচে। এর আগে সোমবার তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩৫ যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি নেমে যাওয়ায় নদীভাঙনের কবলে পড়া সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের বাগডোরার বাসিন্দা আবদুল গফুর জানান, পৈতৃক ভিটা নদীতে বিলীন হয়েছে অনেক আগে। এ পর্যন্ত চারবার বাড়ি সড়িয়ে অন্যের জমিতে থাকার পর অনেক কষ্টে জায়গা কিনে বাড়ি করেছেন তিনি। এ বছর সেই বাড়িটিও নদীতে চলে গেল। গফুর বলেন, আমার বাড়ি পুরোটা ভেঙে গেলে আরও অনেক বাড়িঘর, মসজিদসহ শিক্ষাপ্রতিষ্ঠান বীলন হয়ে যাবে। একই এলাকার মরিয়ম বেগম জানান, আজকেই (বৃহস্পতিবার) তিনটা বাড়ি নদীতে হারিয়ে গেছে। আরও কয়েকটি বাড়ি সড়িয়ে নিচ্ছেন লোকজন। পাশেই থাকা শফিকুল ইসলাম জানান, রোজগারের জন্য ঢাকায় ছিলাম। বাড়ির লোকজন ফোনে জানাল জমি, বাড়ি ও গাছপালা সব নদীভাঙনের কবলে পড়েছে। আদিতমারী উপজেলার মহিষখোচা চন্ডিমারীর খয়বর জানান, হঠাৎ বন্যা আসায় ক্ষতিগ্রস্ত হয়েছি। পানি কমে যাওয়ায় আবার ভাঙন আতঙ্কে আছি। বাহাদুর পাড়ার বাসিন্দা মোফা মিয়া জানান, গত বছর নদীভাঙনে বাড়ি সড়িয়ে নিয়ছি। এবারও ভাঙন শুরু হয়েছে। মনে হচ্ছে আবার বাড়ি সড়িয়ে নিতে হবে। একই মন্তব্য করেন বাগডোরা, চন্ডিমারী, রাজপুরসহ ভাঙনকবলিত এলাকার লোকজন। সবার দাবি বন্যার সময় ত্রাণ বা অর্থ সহায়তা না দিয়ে নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ অথবা নদী খননের মাধ্যমে ভাঙন প্রতিরোধের। খুনিয়াগাছ ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান মণ্ডল বাদল বলেন, নদীর গভীরতা কম থাকায় অল্পতে নিম্নাঞ্চল ও লোকালয়ে পানি ঢুকে যায়। তাছাড়া পানি কমলে ভাঙন চলেই। এবারও বাগডোরায় তীব্র ভাঙন শুরু হয়েছে। ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু বলেন, নদীতে পলি পড়ায় পানি ধারণ ক্ষমতা কমেছে। অল্প পানিতে বন্যার সৃষ্টি হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার পর শুরু হচ্ছে ভাঙন। এতে প্রতি বছর ভূমিহীন ও গৃহহীনের সংখ্যা বাড়ছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, আপদকালীন কাজ হিসেবে এসব পয়েন্টে জিও ব্যাগ ফেলা হচ্ছে।
শিরোনাম
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
ভাঙনে দিশাহারা তিস্তাপাড়ের মানুষ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম