বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইয়াসমিন ট্র্যাজেডি দিবস আজ

দিনাজপুর প্রতিনিধি

দেশ আলোড়িত দিনাজপুরের সেই ইয়াসমিন ট্র্যাজেডি ঘটনা যা আজও শিহরিত করে। ইয়াসমিন ট্র্যাজেডির আজ ২৮তম বার্ষিকী। এদিনে দেশব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে। ১৯৯৫ সালে কতিপয় পুলিশ কর্তৃক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ইয়াসমিনের ধর্ষণ ও হত্যার বিচার হয়েছে। শেষ পর্যন্ত দোষী তিন পুলিশের ফাঁসি কার্যকর করা হয়েছে। এই ঘটনা মানুষের মনে এখনো নাড়া দেয় দারুণভাবে। এখনো মানুষ প্রতিবাদী প্রতীক হিসেবে ইয়াসমিন ট্র্যাজেডিকে তুলে ধরে। কর্মসূচির মধ্যে রয়েছে, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও শোক র‌্যালি। দিবসটি পালনে সম্মিলিত নারী সমাজ, মহিলা পরিষদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে। নিহত ইয়াসমিনের মা শরীফা বেগম বলেন, ভুলতে পারেনি। উল্লেখ্য, ২৭ বছর আগে ১৯৯৫ সালের এ দিনে দিনাজপুরে একদল বিপথগামী পুলিশের হাতে তরুণী ইয়াসমিন নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয়। এ বর্বরোচিত ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের মানুষ। প্রতিবাদী মানুষকে লক্ষ্য করে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে সাতজন নিরীহ মানুষকে হত্যা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ১৪৪ ধারা (কার্ফু) জারি করা হয়। শহরে নামানো হয় বিডিআর। এ ঘটনায় দেশ-বিদেশের কোটি কোটি মানুষের দৃষ্টি নিবন্ধ হয় দিনাজপুরের দিকে।

সর্বশেষ খবর