নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, উৎসব সবার। শেখ হাসিনা থাকলে অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। দেশি-বিদেশি শক্তি দেশের মাথা নিচু করার চেষ্টা করছে। শেখ হাসিনা থাকলে এটা কেউ করতে পারবে না।
নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় গতকাল জন্মাষ্টমীর র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ দেশে যতটুকু অধিকার জাতির পিতার কন্যার ততটুকুই আমার ও আপনার আছে। এ দেশ আমাদের সবার।
অশুভ শক্তি সবসময় থাকবে। সব ধর্মেই ছিল। সব অশুভ শক্তিকে মোকাবিলা করার জন্য ও বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার জন্য যে স্বপ্ন জাতির পিতা ও তাঁর কন্যা দেখেছেন তা বাস্তবায়ন করাই আমাদের কাজ।