দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী অ্যাড. জামাল হোসেন মিয়া। তিনি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক। গত শুক্রবার সালথা উপজেলার প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কয়েক হাজার নেতা-কর্মী ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রচারপত্র বিলি করেন। জামাল নগরকান্দার তালমা, সালথার মাঝারদিয়া, সোনাপুর, আটঘর, গট্টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও বাজারে গণসংযোগ করেন। তিনি বলেন, ‘আমি এলাকার মানুষের সুখে-দুখে সব সময় পাশে ছিলাম। জীবনবাজি রেখে দলীয় কর্মকান্ডে অংশ নিয়েছি। যারা মামলা-হামলার শিকার হয়েছেন তাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছি।’ তিনি বলেন, ‘আমি দলীয় মনোনয়ন পেলে জননেত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান দেব।’