লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ইটাপোতার দক্ষিণে ছড়ার ওপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে প্রায় দুই বছর আগে। তবে এর দুই পাশে মাটি ভরাটসহ সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে মোগলহাট ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। এই পথে চলাচলকারীরা বলছেন, আগে ব্রিজ ছিল না, তখন যেভাবে কাপড় ভিজিয়ে ছড়া পার হয়েছি- এটা নির্মাণের পরও একই অবস্থা। তাহলে এই ব্রিজ নির্মাণের কী প্রয়োজন ছিল? তারা প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকদের কাছে। এলাকাবাসী জানান, কর্ণপুর, বুমকা, খারুয়া, ইটাপোতাসহ পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ জেলা শহরে আসার জন্য এ পথটি ব্যবহার করেন। তাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এই ছড়ার ওপর একটি ব্রিজ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০২১-২২ অর্থবছরে ৬৮ লাখ ৬৮ হাজার ৭০৩ টাকা ব্যয়ে ১৫ মিটার দীর্ঘ এই ব্রিজ নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক না হওয়ায় তা ব্যবহার করতে পারছে না এলাকাবাসী। এ কারণে তাদের দুর্ভোগ কমেনি। বিশেষ করে স্কুল-কলেজ শিক্ষার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়। ব্রিজ পার হওয়ার সময় একজন আরেকজনকে টেনে অথবা ঠেলে তুলতে হয়। বিকল্প কোনো রাস্তা না থাকায় সেখানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। স্থানীয় বাবর আলী নামে এক স্কুল শিক্ষক জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিয়ার রহমানের তদারকিতে ২০২২ সালের জানুয়ারি মাসে ব্রিজের কাজ শেষ হয়। ঠিকাদার নুরুজ্জামান হোসেন এর পুরো বিল উত্তোলন করেছেন। কাজ পুরাপুরি শেষ না হওয়ার পরেও পিআইও কীভাবে ঠিকাদারকে বিল দিলেন তা আমার জানা নেই। এ বিষয়ে জানতে ঠিকাদার নুরুজ্জামান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। লালমনিরহাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ