লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ইটাপোতার দক্ষিণে ছড়ার ওপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে প্রায় দুই বছর আগে। তবে এর দুই পাশে মাটি ভরাটসহ সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে মোগলহাট ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। এই পথে চলাচলকারীরা বলছেন, আগে ব্রিজ ছিল না, তখন যেভাবে কাপড় ভিজিয়ে ছড়া পার হয়েছি- এটা নির্মাণের পরও একই অবস্থা। তাহলে এই ব্রিজ নির্মাণের কী প্রয়োজন ছিল? তারা প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকদের কাছে। এলাকাবাসী জানান, কর্ণপুর, বুমকা, খারুয়া, ইটাপোতাসহ পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ জেলা শহরে আসার জন্য এ পথটি ব্যবহার করেন। তাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এই ছড়ার ওপর একটি ব্রিজ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০২১-২২ অর্থবছরে ৬৮ লাখ ৬৮ হাজার ৭০৩ টাকা ব্যয়ে ১৫ মিটার দীর্ঘ এই ব্রিজ নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক না হওয়ায় তা ব্যবহার করতে পারছে না এলাকাবাসী। এ কারণে তাদের দুর্ভোগ কমেনি। বিশেষ করে স্কুল-কলেজ শিক্ষার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়। ব্রিজ পার হওয়ার সময় একজন আরেকজনকে টেনে অথবা ঠেলে তুলতে হয়। বিকল্প কোনো রাস্তা না থাকায় সেখানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। স্থানীয় বাবর আলী নামে এক স্কুল শিক্ষক জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিয়ার রহমানের তদারকিতে ২০২২ সালের জানুয়ারি মাসে ব্রিজের কাজ শেষ হয়। ঠিকাদার নুরুজ্জামান হোসেন এর পুরো বিল উত্তোলন করেছেন। কাজ পুরাপুরি শেষ না হওয়ার পরেও পিআইও কীভাবে ঠিকাদারকে বিল দিলেন তা আমার জানা নেই। এ বিষয়ে জানতে ঠিকাদার নুরুজ্জামান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। লালমনিরহাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
শিরোনাম
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
এই ব্রিজের কী প্রয়োজন ছিল
দুই বছরেও সংযোগ সড়ক হয়নি, দুর্ভোগে পথচারী
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর