লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ইটাপোতার দক্ষিণে ছড়ার ওপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে প্রায় দুই বছর আগে। তবে এর দুই পাশে মাটি ভরাটসহ সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে মোগলহাট ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। এই পথে চলাচলকারীরা বলছেন, আগে ব্রিজ ছিল না, তখন যেভাবে কাপড় ভিজিয়ে ছড়া পার হয়েছি- এটা নির্মাণের পরও একই অবস্থা। তাহলে এই ব্রিজ নির্মাণের কী প্রয়োজন ছিল? তারা প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকদের কাছে। এলাকাবাসী জানান, কর্ণপুর, বুমকা, খারুয়া, ইটাপোতাসহ পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ জেলা শহরে আসার জন্য এ পথটি ব্যবহার করেন। তাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এই ছড়ার ওপর একটি ব্রিজ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০২১-২২ অর্থবছরে ৬৮ লাখ ৬৮ হাজার ৭০৩ টাকা ব্যয়ে ১৫ মিটার দীর্ঘ এই ব্রিজ নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক না হওয়ায় তা ব্যবহার করতে পারছে না এলাকাবাসী। এ কারণে তাদের দুর্ভোগ কমেনি। বিশেষ করে স্কুল-কলেজ শিক্ষার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়। ব্রিজ পার হওয়ার সময় একজন আরেকজনকে টেনে অথবা ঠেলে তুলতে হয়। বিকল্প কোনো রাস্তা না থাকায় সেখানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। স্থানীয় বাবর আলী নামে এক স্কুল শিক্ষক জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিয়ার রহমানের তদারকিতে ২০২২ সালের জানুয়ারি মাসে ব্রিজের কাজ শেষ হয়। ঠিকাদার নুরুজ্জামান হোসেন এর পুরো বিল উত্তোলন করেছেন। কাজ পুরাপুরি শেষ না হওয়ার পরেও পিআইও কীভাবে ঠিকাদারকে বিল দিলেন তা আমার জানা নেই। এ বিষয়ে জানতে ঠিকাদার নুরুজ্জামান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। লালমনিরহাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
শিরোনাম
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
এই ব্রিজের কী প্রয়োজন ছিল
দুই বছরেও সংযোগ সড়ক হয়নি, দুর্ভোগে পথচারী
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর