লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ইটাপোতার দক্ষিণে ছড়ার ওপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে প্রায় দুই বছর আগে। তবে এর দুই পাশে মাটি ভরাটসহ সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে মোগলহাট ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। এই পথে চলাচলকারীরা বলছেন, আগে ব্রিজ ছিল না, তখন যেভাবে কাপড় ভিজিয়ে ছড়া পার হয়েছি- এটা নির্মাণের পরও একই অবস্থা। তাহলে এই ব্রিজ নির্মাণের কী প্রয়োজন ছিল? তারা প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকদের কাছে। এলাকাবাসী জানান, কর্ণপুর, বুমকা, খারুয়া, ইটাপোতাসহ পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ জেলা শহরে আসার জন্য এ পথটি ব্যবহার করেন। তাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এই ছড়ার ওপর একটি ব্রিজ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০২১-২২ অর্থবছরে ৬৮ লাখ ৬৮ হাজার ৭০৩ টাকা ব্যয়ে ১৫ মিটার দীর্ঘ এই ব্রিজ নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক না হওয়ায় তা ব্যবহার করতে পারছে না এলাকাবাসী। এ কারণে তাদের দুর্ভোগ কমেনি। বিশেষ করে স্কুল-কলেজ শিক্ষার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়। ব্রিজ পার হওয়ার সময় একজন আরেকজনকে টেনে অথবা ঠেলে তুলতে হয়। বিকল্প কোনো রাস্তা না থাকায় সেখানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। স্থানীয় বাবর আলী নামে এক স্কুল শিক্ষক জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিয়ার রহমানের তদারকিতে ২০২২ সালের জানুয়ারি মাসে ব্রিজের কাজ শেষ হয়। ঠিকাদার নুরুজ্জামান হোসেন এর পুরো বিল উত্তোলন করেছেন। কাজ পুরাপুরি শেষ না হওয়ার পরেও পিআইও কীভাবে ঠিকাদারকে বিল দিলেন তা আমার জানা নেই। এ বিষয়ে জানতে ঠিকাদার নুরুজ্জামান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। লালমনিরহাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
শিরোনাম
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
এই ব্রিজের কী প্রয়োজন ছিল
দুই বছরেও সংযোগ সড়ক হয়নি, দুর্ভোগে পথচারী
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর