রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কালিয়াকৈরে এক দিনে দুজনের লাশ, অচেতন নারী উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে গতকাল এক দিনে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও ঘরের দরজা ভেঙে অচেতন অবস্থায় অপর এক নারীকে উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, ঠাকুরগাঁওয়ের সোহেল মিয়া (৩০) ও দিনাজপুরের ইয়ানূর হোসেন (২৩)। এ ছাড়া অচেতন নারীর নাম আমেনা আক্তার (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রবিবার সোহেলের স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে রেখে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যায়। এর জেরে গতকাল সকালে অভিমানে সোহেল একটি গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। একই দিন সকালে উপজেলার সফিপুর এলাকার নাসির উদ্দিনের বাসা থেকে ইয়ানুর নামে অপর এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মৌচাক ফাঁড়ি পুলিশ। এ ছাড়া উপজেলার তেলিরচালা এলাকা থেকে ঘরের দরজা ভেঙে অচেতন অবস্থায় আমেনা নামে এক নারীকে উদ্ধার করে পুলিশ।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, অচেতন অবস্থায় যে নারীকে উদ্ধার করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

সর্বশেষ খবর