লালমনিরহাটের আদিতমারীতে জঙ্গল থেকে বের হয়ে আসা একটি বিষধর সাপ ধরে খেলা দেখাচ্ছিলেন শরিফুল ইসলাম শরিফ (২৫) নামের এক যুবক। এ ঘটনার ভিডিও করছিলেন তারই বন্ধু। পরে ওই সাপের কামড়েই শরিফুলের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার তেলিটারী গ্রামে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার তেলিটারী গ্রামে এ ঘটনা ঘটে। শরিফুল তেলিটারী এলাকার সলিমুল্লাহর ছেলে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার তেলিটারী এলাকায় জঙ্গল থেকে একটি বিষধর সাপ বেরিয়ে রাস্তায় চলে আসে। তখন শরিকুল সাপটি ধরে ফেলেন। এ খবরে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। শরিফুল, তার বন্ধু ওমর ফারুক ও সিদ্দিক সাপটি নিয়ে নানা ভঙ্গিতে খেলা দেখাতে থাকেন। আদম নামে তাদের আরেক বন্ধু মোবাইলে ভিডিও করছিলেন। একপর্যায়ে সাপটি শরিফুলের কপালে ছোবল মারে। কিছুক্ষণ পরই শুরু হয় বিষক্রিয়া। তাৎক্ষণিকভাবে শরিফুলকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, সাপের কামড়ে যুবকের মৃত্যু হওয়ার বিষয়টি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        