পিলারের পলেস্তারা খসে পড়ে ইট বের হয়ে আছে। দুই পাড়ের মোকা ভেঙে গেছে। দেবে গেছে সেতুটি। ভেঙে যাওয়া স্থানে বটগাছের চারাও গজিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে আছে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মনোরম সরজিনি-রমাকান্ত গ্রামের সড়কের বোল্লার মাল্লির ওপর সেতু। এতে সদর উপজেলার ৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। প্রায় ৫ বছর আগে সেতুটি ভেঙে দেবে গেলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ দিন আগে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বোল্লার মাল্লি বিলের ওপর একটি পাকা সেতু নির্মাণ করা হয়। সেতুর ওপর দিয়ে বড়বাড়ি, পঞ্চগ্রাম, মহেন্দ্রনগর ইউনিয়নের লোকজন চলাচল করে। সেতুর পশ্চিম পাড়ে মনোরম সরজিনি ও পূর্ব পাড়ে রমাকান্ত গ্রাম। উভয় পাড়ের কৃষকরা তাদের খেতের ফসল বিক্রির জন্য এ সেতুর ওপর দিয়ে গাড়িতে করে নিয়ে যান। তা ছাড়া এ সেতুর ওপর দিয়েই ৩টি ইউনিয়নের মানুষ লালমনিরহাট জেলা ও সদর উপজেলা শহরে যাতায়াত করে। সেতু নির্মাণের পরে সেতুটির দেখভাল আর সেভাবে কেউ করেনি। এ কারণে সেতুটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। এতে কয়েক বছর আগেই পলেস্তারা খসে পড়ে সেতুর পিলারগুলো দুর্বল হয়ে এর অংশ দেবে গেছে। ভেঙে পড়েছে দুই পাশের মোকা। সেই সঙ্গে সেতু থেকে রাস্তার মাটি ভেঙে ও দেবে গেছে। এতে হরহামেশাই নানা দুর্ঘটনা ঘটছে। মনোরম সরজিনির বাসিন্দা আবদুল হামিদ বলেন, দীর্ঘদিন থেকে সেতুর খারাপ অবস্থা, কেউ নজর দিচ্ছে না। একই এলাকার বেবী বেগম বলেন, প্রতিদিন সেতু পাড়াপাড় হওয়ার সময় রিকশা ও মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হয়ে থাকে। এলাকার একাধিক বাসিন্দা বলেন, কৃষকদের তাদের উৎপাদিত বিভিন্ন ফসল ও মালামাল ক্রয়-বিক্রয় করতে ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হয়। মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ওয়াসিম উদ্দিন বসুনিয়া জানান, সেতুটির কারণে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এটি দ্রুত সংস্কারের প্রয়োজন। সদর উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, সেতুটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই মেরামত করা হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সেতু দেবে চলাচলে ঝুঁকি
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর