পিলারের পলেস্তারা খসে পড়ে ইট বের হয়ে আছে। দুই পাড়ের মোকা ভেঙে গেছে। দেবে গেছে সেতুটি। ভেঙে যাওয়া স্থানে বটগাছের চারাও গজিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে আছে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মনোরম সরজিনি-রমাকান্ত গ্রামের সড়কের বোল্লার মাল্লির ওপর সেতু। এতে সদর উপজেলার ৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। প্রায় ৫ বছর আগে সেতুটি ভেঙে দেবে গেলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ দিন আগে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বোল্লার মাল্লি বিলের ওপর একটি পাকা সেতু নির্মাণ করা হয়। সেতুর ওপর দিয়ে বড়বাড়ি, পঞ্চগ্রাম, মহেন্দ্রনগর ইউনিয়নের লোকজন চলাচল করে। সেতুর পশ্চিম পাড়ে মনোরম সরজিনি ও পূর্ব পাড়ে রমাকান্ত গ্রাম। উভয় পাড়ের কৃষকরা তাদের খেতের ফসল বিক্রির জন্য এ সেতুর ওপর দিয়ে গাড়িতে করে নিয়ে যান। তা ছাড়া এ সেতুর ওপর দিয়েই ৩টি ইউনিয়নের মানুষ লালমনিরহাট জেলা ও সদর উপজেলা শহরে যাতায়াত করে। সেতু নির্মাণের পরে সেতুটির দেখভাল আর সেভাবে কেউ করেনি। এ কারণে সেতুটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। এতে কয়েক বছর আগেই পলেস্তারা খসে পড়ে সেতুর পিলারগুলো দুর্বল হয়ে এর অংশ দেবে গেছে। ভেঙে পড়েছে দুই পাশের মোকা। সেই সঙ্গে সেতু থেকে রাস্তার মাটি ভেঙে ও দেবে গেছে। এতে হরহামেশাই নানা দুর্ঘটনা ঘটছে। মনোরম সরজিনির বাসিন্দা আবদুল হামিদ বলেন, দীর্ঘদিন থেকে সেতুর খারাপ অবস্থা, কেউ নজর দিচ্ছে না। একই এলাকার বেবী বেগম বলেন, প্রতিদিন সেতু পাড়াপাড় হওয়ার সময় রিকশা ও মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হয়ে থাকে। এলাকার একাধিক বাসিন্দা বলেন, কৃষকদের তাদের উৎপাদিত বিভিন্ন ফসল ও মালামাল ক্রয়-বিক্রয় করতে ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হয়। মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ওয়াসিম উদ্দিন বসুনিয়া জানান, সেতুটির কারণে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এটি দ্রুত সংস্কারের প্রয়োজন। সদর উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, সেতুটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই মেরামত করা হবে।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
সেতু দেবে চলাচলে ঝুঁকি
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর