নেত্রকোনায় অটোরিকশা-প্রাইভেট কার সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুজন এবং গাইবান্ধা ও লালমিনরহাটে সড়ক দুর্ঘটনায় তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া বাগেরহাট, বরিশাল ও কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেছে আরও চারজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- নেত্রকোনা : নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে সিএনজিচালিত অটোরিকশা-প্রাইভেট কার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কারচালক-যাত্রীসহ ছয়জন। নেত্রকোনা সদর উপজেলার ঝাউসী নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল আবদুল হেকিম (৪০) ও সিএনজিচালক ফারুক মিয়া (২২)। হেকিম বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। গাইবান্ধা : গোবিন্দগঞ্জের ধর্মপুর বাজারে গতকাল সন্ধ্যায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পরে। এ সময় গাড়িচাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত ও আহত হয়েছেন পাঁচজন। নিহতরা হলেন- হরেন চন্দ্র দাস (৫৫) ও প্রতাপ চন্দ্র দাস (৩৫)। তারা বাজারে রাস্তার পাশে মাছ বিক্রি করছিলেন। লালমিনরহাট : হাতীবান্ধার নওদাবাস এলাকায় গতকাল দুপুরে গরুভর্তি ভটভটি উল্টে আফজাল (৪৫) নামে এক মাংস ব্যবসায়ী মারা গেছেন। তিনি হাতীবান্ধার টংভাঙ্গার আবদুর রহমানের ছেলে। বাগেরহাট : ফকিরহাটের বলৈতলী এলাকায় গতকাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই নিহত হন চালক সোয়েইব হোসেন (২২)। আহত হন তার সহকারী জাহাঙ্গীর। সোয়াইবের বাড়ি সাতক্ষীরা। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে একই এলাকায় ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মারা যান চালক মোন্নাফ (৩৫)। তিনি সিরাজগঞ্জের মান্নান ফকিরের ছেলে। বরিশাল : নগরীর রূপাতলী চান্দুর মার্কেট এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রাকচাপায় স্কুটিচালক নিহত এবং এক আরোহী আহত হয়েছেন। জুবায়ের রহমান আদনান (৪০) গাজীপুরের পশ্চিম বরুলিয়ার মতিউর রহমানের ছেলে। কুষ্টিয়া : সদর উপজেলার বল্লভপুরে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় আসিফ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সদর থানার নজরুল ইসলামের ছেলে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য ব্যবসায়ীসহ নয়জন নিহত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর