নেত্রকোনায় অটোরিকশা-প্রাইভেট কার সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুজন এবং গাইবান্ধা ও লালমিনরহাটে সড়ক দুর্ঘটনায় তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া বাগেরহাট, বরিশাল ও কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেছে আরও চারজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- নেত্রকোনা : নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে সিএনজিচালিত অটোরিকশা-প্রাইভেট কার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কারচালক-যাত্রীসহ ছয়জন। নেত্রকোনা সদর উপজেলার ঝাউসী নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল আবদুল হেকিম (৪০) ও সিএনজিচালক ফারুক মিয়া (২২)। হেকিম বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। গাইবান্ধা : গোবিন্দগঞ্জের ধর্মপুর বাজারে গতকাল সন্ধ্যায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পরে। এ সময় গাড়িচাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত ও আহত হয়েছেন পাঁচজন। নিহতরা হলেন- হরেন চন্দ্র দাস (৫৫) ও প্রতাপ চন্দ্র দাস (৩৫)। তারা বাজারে রাস্তার পাশে মাছ বিক্রি করছিলেন। লালমিনরহাট : হাতীবান্ধার নওদাবাস এলাকায় গতকাল দুপুরে গরুভর্তি ভটভটি উল্টে আফজাল (৪৫) নামে এক মাংস ব্যবসায়ী মারা গেছেন। তিনি হাতীবান্ধার টংভাঙ্গার আবদুর রহমানের ছেলে। বাগেরহাট : ফকিরহাটের বলৈতলী এলাকায় গতকাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই নিহত হন চালক সোয়েইব হোসেন (২২)। আহত হন তার সহকারী জাহাঙ্গীর। সোয়াইবের বাড়ি সাতক্ষীরা। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে একই এলাকায় ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মারা যান চালক মোন্নাফ (৩৫)। তিনি সিরাজগঞ্জের মান্নান ফকিরের ছেলে। বরিশাল : নগরীর রূপাতলী চান্দুর মার্কেট এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রাকচাপায় স্কুটিচালক নিহত এবং এক আরোহী আহত হয়েছেন। জুবায়ের রহমান আদনান (৪০) গাজীপুরের পশ্চিম বরুলিয়ার মতিউর রহমানের ছেলে। কুষ্টিয়া : সদর উপজেলার বল্লভপুরে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় আসিফ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সদর থানার নজরুল ইসলামের ছেলে।
শিরোনাম
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য ব্যবসায়ীসহ নয়জন নিহত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর