কুষ্টিয়ায় স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নেত্রকোনার দুর্গাপুরে গতকাল পূর্বশত্রুতায় ছুরিকাঘাতে দুই ভাই হতাহত হয়েছেন। কিশোরগঞ্জে পূর্ববিরোধে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- কুষ্টিয়া : কুষ্টিয়ায় স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। কুষ্টিয়া পৌর শহরের আদর্শপাড়ার মজিবর রহমান সড়কের এক বাসায় গতকাল এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইকবাল হোসেন (৩০)। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রতিবেশী এক গহবধূর সঙ্গে ইকবালের পরকীয়ার সম্পর্ক ছিল। গতকাল দুপুরে ইকবাল ওই বাড়িতে যান। প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় তাদের হাতেনাতে ধরে ফেলেন গৃহবধূর স্বামী। তখন কয়েকজন ইকবালকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। নেত্রকোনা : দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মাসরুর মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই মাসুম মিয়া (১৭)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার চ-ীগড় ইউনিয়নের একতা বাজারে। হতাহত দুই ভাই ওই ইউনিয়নের পাথারিয়া গ্রামের চান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার রাতে একতা বাজারে দুই ভাই বসা ছিলেন। অতর্কিতে তাদের ওপর হামলা চালায় স্থানীয় কয়েক যুবক। ধারালো ছুরি দিয়ে হামলাকারীরা দুই ভাইয়ের পেটে ও ঘাড়ে বেশ কয়েকটি আঘাত করে। পরে তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসরুরকে মৃত ঘোষণা করেন। এএসপি আক্কাস আলী জানান, জড়িতের ধরতে অভিযান চলছে। কিশোরগঞ্জ : ইটনায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ছানু মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার থানেশ্বর গ্রামে। ছানু মিয়া ওই গ্রামের মৃত পাগারদি মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে লিটন, মেয়ে সোমা ও ভাতিজা বাবুল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছানু মিয়ার সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী মুক্তা মিয়ার বিরোধ ছিল। ইটনা থানার ওসি জাকির রব্বানী বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে। নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ে সালমা আক্তার (৩৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বাড়ির পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সোনারগাঁ পৌর এলাকার ভট্টপুরে এ ঘটনা ঘটে। স্বামী রূপচান মিয়াসহ দুজনকে আটক করেছে পুলিশ। সালমা পৌরসভার তাজপুরের সালাউদ্দিন মিয়ার মেয়ে। স্থানীয় ও স্বজনদের দাবি, রূপচান দীর্ঘদিন ধরে একটি তৈরি পোশাক কারখানার নারী শ্রমিকের সঙ্গে পরকীয়ায় জড়িত। এ বিষয়টি প্রকাশ্যে এলে সালমা প্রতিবাদ করায় দাম্পত্য কলহের সৃষ্টি হয়। নিহতের বড় ভাই রিপন খান বলেন, ‘২০০৫ সালে রূপচানের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। রূপচান তৈরি পোশাক কারখানায় কাজ করার সুবাদে কয়েক বছর ধরে এক মহিলার সঙ্গে পরকীয়া করছে। এতে বাধা দিলে প্রায় সময়ই বোনকে সে শারীরিক নির্যাতন করত। এরই জেরে রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে সকালে পুকুর থেকে আমার বোনের লাশ উদ্ধার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগরে শিউলী আক্তার (৪৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়ায়। শিউলী দুবাইপ্রবাসী আবদুর রহমানের স্ত্রী। পরিবার ও স্থানীয়রা জানায়, প্রায় ১৮ বছর আগে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর ছেলে আবদুর রহমানের সঙ্গে শিউলী আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর প্রবাসে চলে যান আবদুর রহমান। শিউলী একাই থাকতেন স্বামীর বাড়ি। তার মুখ ও নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
পূর্বশত্রুতায় খুনোখুনি
কুষ্টিয়ায় স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা, নেত্রকোনায় পূর্বশত্রুতায় ছুরিকাঘাত, দুই ভাই হতাহত, কিশোরগঞ্জে কৃষক, নারায়ণগঞ্জে নারী ও ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর