মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. ঝন্টু মিয়া (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গতকাল দুপুর ১২টার দিকে দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য এ তথ্য জানান। ঝন্টু উপজেলার কালিয়া ইউনিয়নের উয়াউল গ্রামের আবদুল খালেকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যার দিকে ঝন্টু কালিয়া বাজার থেকে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষরা লাঠি দিয়ে পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি সুমন কুমার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলার কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।