ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরিফ মিয়া (২৭) ও ছাত্তার মিয়া ওরফে ছত্তর মিয়া (২৮) নামে দুই মাদকসেবীকে এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুজনকে ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুল হক ভূইয়া তাদের এ দণ্ড দেন।
আরিফ মিয়া উপজেলার বুড়ীশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের চান্দ আলীর আর ছাত্তার মিয়া আরাজ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, এরা দুজন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এসআই বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে।ইউএনও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসনের মাদকবিরোধী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।