শিরোনাম
রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে পুলিশ লাইন্স স্কুলের সামনে তারা বিক্ষোভ করেন। অতিরিক্ত পুলিশ সুপার  স্নিগ্ধ আখতার জানান, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। দ্রুতই তিনি পদত্যাগ করবেন। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কাজী মুহা. মঞ্জুরুল হক জানান, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল সন্ধ্যায় ওই শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এক সভা ডাকা হয়েছে। সভায় সবকিছু চূড়ান্ত করা হবে।

সর্বশেষ খবর