মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বসতবাড়িতে হামলা লুট, আহত ৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে বসতবাড়িতে হামলা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সফিপুর পূর্বপাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। বাধা দিতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন। সেনাবাহিনী হামলাকারীদের ধাওয়া দিলে পরিস্থিতি শান্ত হয়। আহতদের  হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাকিবুল হাসান রিফাত জানান, আমরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলাম। তখন খবর পাই মহাসড়কের পাশে বসত বাড়িতে হামলা চালাচ্ছে কেবা কারা।

 

সর্বশেষ খবর