শিরোনাম
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আগুনে পুড়ল ১১ দোকান

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল চার্জার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ড ঘটেছে। এতে পুড়ে ছাই হয়েছে ১১টি দোকান। উপজেলার বৈরাগীরহাট বাজারে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আবদুল বারী গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাতে বৈরাগীরহাট বাজারের একটি ইলেকট্রিক দোকানের লোকজন কাজ শেষে প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যান।

ভুলবশত দোকানে বৈদ্যুতিক বোর্ডের সঙ্গে মোবাইল ফোনের চার্জার লাগানো ছিল। চার্জার শর্টসার্কিটের মাধ্যমে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা তাদের। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল বারী বলেন, ১১টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎস। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর