কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ গুমের প্রায় ১০ বছর পর মামলা দায়ের হয়েছে। গতকাল সবুজের ছোট ভাই আরিফুল হোসেন সজীব সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, তার চাচাতো ভাই আতাউর রহমান আতাসহ ১২ জনকে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। কুষ্টিয়া মডেল থানাকে মামলা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন আদালত। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান লাবু, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি রবিউল ইসলাম।