শিরোনাম
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বিএনপি নেতাকে গ্রেপ্তারে আলটিমেটাম, উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগাছায় বিএনপি নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মুখোমুখি অবস্থানে রয়েছেন। দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা এবং কর্মসূচি পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিএনপি নেতাকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। জানা যায়, পীরগাছায় ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ২২ শিক্ষার্থীর নামে মামলা করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। এর প্রতিবাদে বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। রাঙ্গাকে গ্রেপ্তারের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের শাপলা চত্বরে সমাবেশ থেকে এ ঘোষণা দেন। তারা ওই নেতাকে (রাঙ্গা) আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর