খোকসায় শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ শ্রমিক লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- খোকসা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (২৮), বিল্লাল, রোকন ও তাসলিম।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, রাতে উপজেলা কাদিরপুরে আনোয়ার আলীর লিচু বাগান থেকে ডাকাতদলের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মামলা করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।