চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত এলাকা থেকে নাজির উদ্দিন কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত ৯টার দিকে বাঙ্গাবাড়ী সীমান্তের কেতাব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। কার্তিক ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাদেকুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে কেতাব বাজার এলাকা থেকে কার্তিককে আটক করা হয়। এ সময় তাঁর কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তাঁর কাছ থেকে ভারতীয় ১০ রুপি ও বাংলাদেশি ২৫০ টাকা জব্দ করা হয়।