সুনামগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে প্রাণঘাতী লংরেঞ্জ শুটিং রাইফেলসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে সুনামগঞ্জ ২৮ বিজিবি হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। এ সময় ২৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর গাজী মুহাম্মদ সালাহউদ্দিন, সহকারী পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন সীমান্ত থেকে রাইফেলসহ তিন সন্ত্রাসীকে আটক করে বিজিবি। তারা হলেন- রাজু আহম্মেদ (২১), জালাল মিয়া (২৩) ও রাসেল মিয়া (২৫)।