বাগেরহাটের মোংলায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় প্রেমিক আসহাবুল ইয়ামিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার আসহাবুল মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানে মাস্টার সোহেল রানার ছেলে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, প্রেমের সম্পর্কের জেরে প্রায় চার মাস আগে ওই ছাত্রীকে সুন্দরবনের করমজল পর্যটন স্পষ্টে নিয়ে নেশা জাতীয়দ্রব্য খাইয়ে ধর্ষণ এবং ভিডিও করে আসহাবুল। পরে সেই ভিডিও দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে সে। একপর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ে নীলা আত্মহত্যা করে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে মোংলা থানা পুলিশ এজাহারটি রেকর্ড করেন। পরে পুলিশ গতকাল অভিযান চালিয়ে প্রধান আসামি আসহাবুল ইয়ামিনকে গ্রেপ্তার করেছে।