মুন্সিগঞ্জের গজারিয়ায় হোগলাকান্দি গ্রামে দুই গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনার দুই দিন পর মামলা হয়েছে। গজারিয়া থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে মামলাটি রেকর্ড হয়। বাদী স্থানীয় বিএনপি নেতা আমিরুল ইসলাম। স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়িতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের বিষয়ে উভয়পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। একটি মামলা হয়েছে। আরেকটি অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।