নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমুরিয়া এলাকায় তিস্তা ক্যানেল হতে নজরুল ইসলাম (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। নজরুল ইসলামের বাড়ি রংপুরের গঙ্গাচড়ার উত্তর কলকন্ড কুড়িবিশ্যা গ্রামে। পুলিশ জানায়, গত মঙ্গলবার নজরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ওসি আশরাফুল ইসলাম জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।