গাজীপুর নগরের কোনাবাড়িতে ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে মালামালসহ ছোট-বড় ২০টির মত ঝুট গুদাম ও সুতার কারখানা ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় গতকাল দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। এর আগে বেলা পৌনে ১২টার দিকে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগে ২০টির মত ছোট-বড় গুদাম, সূতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঝড়ো হাওয়া থাকায় ফায়ার সার্ভিসের জন্য আগুন নিয়ন্ত্রণে আনা চ্যালেঞ্জ ছিল। তাৎক্ষণিক আগুনে সূত্রপাত জানা যায়নি। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।