নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সরকারি ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মোহাম্মদ মঞ্জু (৫৫) ও গলাচিপা কলেজ রোড এলাকার মাসুদ হাওলাদার (৪২)।
হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধ প্রতারকচক্র এবং দালালদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।