পটুয়াখালীর বাউফলে নিখোঁজের পাঁচ দিন পর ইব্রাহিম খলিল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রাম থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। ইব্রাহিম ওই গ্রামের হাচোন গাজীর ছেলে। তার নিখোঁজের বিষয়ে বুধবার বাউফল থানায় জিডি করা হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে ব্যক্তিগত কাজে বের হন ইব্রাহিম খলিল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।