বিদেশে শিক্ষা, চিকিৎসা ও ভিসা ফি-সহ নির্ধারিত খাতে রেমিট্যান্স পাঠানো আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (৪ মে) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে জানায়, এখন থেকে দেশের ব্যাংকগুলো ভিসা, মাস্টারকার্ড ও ইউনিয়নপে’র মতো আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে বৈধভাবে রেমিট্যান্স পাঠাতে পারবে।
এর আগে শুধুমাত্র নিজ নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এই লেনদেন সম্ভব ছিল। নতুন নির্দেশনায় এই সুযোগ গ্রাহকদের জন্য আরও বিস্তৃত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি ব্যয়, বিদেশে শিক্ষার খরচ, ভিসা ফি, প্রশিক্ষণের নিবন্ধন ফি ও চিকিৎসা খরচসহ নির্ধারিত কিছু খাতে বৈধভাবে রেমিট্যান্স পাঠানো যাবে।
ব্যবসায়ী ও প্রযুক্তি সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগে রেমিট্যান্স প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও কম খরচে সম্পন্ন হবে। ফলে ব্যাংকিং খাত আরও গতিশীল ও আধুনিক হবে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানোই আমাদের লক্ষ্য, যাতে গ্রাহকরা হয়রানি ছাড়াই প্রয়োজনীয় খাতে টাকা পাঠাতে পারেন।”
বিডি প্রতিদিন/আশিক