জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “আনন্দ ভ্রমণ ২০২৫”। শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
ভ্রমণ শুরু হয় সকাল ৮টায় রিপোর্টিংয়ের মাধ্যমে। সকাল ৮.৩০টায় বাসে যাত্রা করে অংশগ্রহণকারীরা পৌঁছে যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। সেখানে সকালের নাস্তা ও খেলাধুলা শেষে গ্রুপ ফটোসেশনের আয়োজন করা হয়। এরপর ভ্রমণকারীরা রওনা দেন মূল গন্তব্য কেরানীগঞ্জের “শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক”-এর উদ্দেশ্যে।
রিসোর্টে পৌঁছে শিক্ষার্থীরা অংশ নেন সুইমিং, রাইড, খেলাধুলা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক আয়োজনে। বিকালে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র ও নাস্তার আয়োজন। দিনব্যাপী এই আনন্দযাত্রা আনন্দ, হাসি ও স্মৃতিমধুর মুহূর্তে পরিপূর্ণ ছিল।
আয়োজনে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলমের প্রতি, যার দায়িত্বশীল নেতৃত্ব ও সার্বিক সহযোগিতায় আয়োজনটি সফল হয়।
আনন্দ ভ্রমণ কমিটির আহ্বায়ক ও বিভাগের শিক্ষক রাইসুল ইসলাম বলেন, “সবার আন্তরিক অংশগ্রহণে আনন্দ ভ্রমণটি হয়ে উঠেছে স্মরণীয়। তবে আমরা গভীরভাবে মিস করেছি সেইসব প্রিয় মুখ, যারা বিভিন্ন কারণে অংশ নিতে পারেননি।”
বিডি প্রতিদিন/আরাফাত