গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি ও এইচএসসি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. আল-মামুন তালুকদার।
অনুষ্ঠানে এইসএসসি’র ১২ জনকে ১০ হাজার টাকা ও এইচএসসির ১২ জনকে ২৫ হাজার টাকা করে মোট ২৪ জনকে সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পক্ষ থেকে এ সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘একজন ছাত্র ১৩শ’ নম্বরের মধ্যে ১২৮৫ নম্বর পেলেই যে ভাল ছাত্র তা কিন্তু নয়। শিক্ষীর্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজ যারা পুরষ্কার পেয়েছ শুধু তারাই নয়; প্রতিটি শিক্ষার্থীর ক্ষেত্রেই নির্ধারিত লক্ষ্যের দিকে মনোযোগী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বিডি প্রতিদিন/জামশেদ