বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালি নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় মেলেনি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বাঙালি নদীতে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ