২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘খিলাড়ি ৭৮৬’ সিনেমায় অক্ষয়ের বিপরীতে অভিনয় করেন আসিন। শুটিংয়ের ফাঁকে আসিন অক্ষয়কে বিয়ের জন্য পাত্র দেখতে বলেন। সেই কথা ভোলেননি অক্ষয়। সেই বছরই মুক্তি পায় ‘হাউসফুল ২’ সিনেমা। সিনেমাটির প্রচারণায় উপস্থিত ছিলেন অক্ষয় ও আসিন। ঠিক তখনই রাহুল শর্মা নামের এক ব্যক্তির সঙ্গে আসিনের আলাপ করিয়ে দেন অক্ষয়।
তারপরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। আর সেই থেকেই প্রেম। চার বছর সম্পর্কে থাকার পর রাহুলকে বিয়ে করেন আসিন। বিয়ের পরই অভিনয় থেকে অনেকটা দূরে সরে যান অভিনেত্রী। তারপরে সেভাবে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।
বলিউডের অনেকেই মন করেন, অক্ষয়ের জন্যই বুঝি অভিনয় ছেড়েছেন আসিন। সেই নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অক্ষয়। তিনি আসিনের অভিনয় ছাড়াকে কেন্দ্র করে বলেন, আমি এমনটা অনেক সময়ই শুনেছি যে, আমার জন্য নাকি আসিনকে বড় পর্দায় দেখা যায় না। এর পেছনে একটা কারণও রয়েছে। তবে পুরোটা যে সত্যি, তা একেবারেই নয়।
অক্ষয় বলেন, আসিনের বিয়ে উপলক্ষ্যে বরপক্ষ এবং কনেপক্ষের দু’দিক থেকেই নিমন্ত্রিত ছিলাম আমি। বলিউডের সবাই জানতেন যে, রাহুল এবং আসিনের বিয়েতে ‘ঘটক’ হিসেবে আমিই কাজ করেছিলাম।
তিনি বলেন, আসলে এখানে গল্পটা অন্য। রাহুল আমার বন্ধু। হাউসফুল ২’ সিনেমার প্রচারে আমরা দিল্লি গিয়েছিলাম। সেখানে আমরা হঠাৎ লুকোচুরি খেলতে শুরু করি। আমিই ওদের দু’জনকে একটা আলমারির ভেতর ঢুকিয়ে দিই। আর এখন দেখুন, কেমন সংসার করছে দু’জনে।
বিয়ে হওয়ার পর অভিনয় জগত থেকে দূরে সরে যান আসিন। বিয়ের এক বছর পর কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তারপর থেকেই বলিপাড়ার অনেকেই মজা করে বলেন, রাহুলের সঙ্গে অক্ষয় আলাপ করিয়ে দিয়েছিলেন বলে তার জন্য আসিন অভিনয় ছেড়ে দেন। তাই আসিনের বলিউড ছাড়ার কারণ অক্ষয়।
বিডি প্রতিদিন/কেএ