চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় ফারজানা আক্তার কলি (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কলি স্থানীয় পরাগলপুর গ্রামের প্রবাসী ওমর ফারুকের স্ত্রী।
নিহতের মা আমেনা বেগমের অভিযোগ, সন্তান না হওয়ায় কলিকে দীর্ঘদিন ধরে স্বামীর পরিবার নির্যাতন করছিল। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি জানান, গত শুক্রবার কলির স্বামী ওমর ফারুক ওমান থেকে দেশে ফেরেন। এরপর থেকে মেয়ে বাবার বাড়ির সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। সোমবার রাত ৯টার দিকে শাশুড়ি কলিকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার জন্য অলংকার খুলতে বললে শাশুড়ি অলংকার নিয়ে পালিয়ে যান।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহিম ফেরদৌস জানান, রাত সাড়ে ১০টার দিকে কলিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার আগেই তিনি মারা যান। শাশুড়ি অলংকার নিয়ে পালিয়ে যাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়।
জোরারগঞ্জ থানার এসআই হান্নান আল মামুন জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। গলার পেছনে দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে শশুরকে হেফাজতে নেওয়া হয়েছে, বাকিরা পলাতক। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল