চট্টগ্রাম নগরে ভবন থেকে পড়ে মুহাম্মদ রুহান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে বাকলিয়া এলাকায় একটি ছয়তলা ভবনে গ্লাস ফিটিংসের কাজ করার সময় দুর্ঘটনাবশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা জানান, রুহান দীর্ঘদিন ধরে গ্লাস ফিটিংসের কাজ করছিল। প্রতিদিনের মতো ওই দিনও কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ করেই পা ফসকে নিচে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/জামশেদ