এশিয়া কাপের সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান। ট্রফি উন্মোচন এবং সাংবাদিক সম্মেলনের পরই ম্যাচ খেলতে দুবাই থেকে দেড়শো কিলোমিটার দূরের আবুধাবি যেতে হচ্ছে দলগুলোকে এটি আদর্শ নয় বলে মন্তব্য করেছেন এই লেগস্পিনার।
টুর্নামেন্ট শুরুর আগের দিন দুবাইয়ে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ ট্রফি উন্মোচন ও অধিনায়কদের সম্মেলন। সেখানে রশিদ খান বলেন, “আমার মনে হয় না এটা আদর্শ, এটা নিয়ে আমাদের ভেতরেও আলোচনা হয়েছে। ম্যাচ খেলতে যেতে হবে আবুধাবিতে, কিন্তু অবস্থান করতে হবে দুবাইয়ে। একজন পেশাদার ক্রিকেটারের জন্য এটা খুব একটা স্বাভাবিক নয়।”
রশিদের এই মন্তব্যের সময় পাশে থাকা ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব হাসিমুখে মাথা নাড়েন এবং বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের অভিব্যক্তিও ছিল এক রকমের।
রশিদ খান সরাসরি আয়োজকদের সমালোচনায় না গেলেও তার কণ্ঠে হতাশা স্পষ্ট ছিল। তিনি বলেন, “আপনার খেলা আবুধাবিতে, কিন্তু আপনি থাকছেন দুবাইয়ে। আবার তিনটি ম্যাচ খেলতেও যেতে হবে আবুধাবিতে। এটা ব্যতিক্রমী পরিস্থিতি। তবে একজন পেশাদার খেলোয়াড় হিসেবে মাঠে নামলে সব ভুলে যেতে হয়।”
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে রশিদ আরও যোগ করেন, “অনেক সময় দেখা যায় দুই-তিন ঘণ্টা ফ্লাইট নিয়ে নামার পরই খেলতে নেমে পড়ি। এমনও হয়েছে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলেছি। এজন্য মানসিকভাবে শক্ত থাকতে হয়। ভ্রমণ নিয়ে অভিযোগ করলে মাঠে তার প্রভাব পড়ে।”
এশিয়া কাপের সূচি নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মাঝেই। সাধারণত টুর্নামেন্ট শুরুর দিন একই ভেন্যুতে ট্রফি উন্মোচন, সংবাদ সম্মেলন এবং ম্যাচ হয়। এবার তার ব্যতিক্রম ঘটেছে।
এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে সংস্থার এক কর্মকর্তা জানান, শ্রীলঙ্কা দলের দেরিতে আগমনই সূচিতে জটিলতা সৃষ্টি করেছে। জিম্বাবুয়ে সফরে ব্যস্ত থাকা শ্রীলঙ্কা দল ৯ সেপ্টেম্বর এসে পৌঁছায় দুবাইয়ে।
বিমানবন্দর থেকে সরাসরি লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা চলে আসেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “আমি তো ঘুমেই ঠিকমতো তাকাতে পারছি না।”
সব সমস্যার মাঝেও পেশাদারিত্বের পরিচয় দিতে চান রশিদ খান। তার ভাষায়, “আপনার যখন খেলা থাকে, তখন শতভাগ দিতে হবে। মানসিকভাবে শক্ত থাকতে হবে। এটাই একজন পেশাদারের পরিচয়।”
বিডি প্রতিদিন/মুসা