ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী আক্রমণ চালানোর অভিযোগে রিয়াল ওভেইদোর এক সমর্থককে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ। ঘটনার তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান হতে পারে।
ঘটনাটি ঘটে গত ২৪ আগস্ট, যখন লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামেন এমবাপ্পে। রিয়াল ওভেইদোর বিপক্ষে ওই ম্যাচে ৩-০ গোলের জয়ে এক গোল করেন এমবাপ্পে। ম্যাচের ৩৭তম মিনিটে গোল উদযাপনের সময়, স্বাগতিক দলের এক দর্শক এমবাপ্পের দিকে উদ্দেশ্য করে বর্ণবাদী অঙ্গভঙ্গি ও শব্দ করে এমন অভিযোগ ওঠে।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অভিযোগ দায়ের করার পর, ঘটনাস্থলের ফুটেজ পর্যালোচনা করে বুধবার (১০ সেপ্টেম্বর) স্প্যানিশ পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ নিশ্চিত করেছে যে অভিযুক্ত ব্যক্তি বানরের শব্দ ও অঙ্গভঙ্গি করছিলেন।
স্পেনের আইনে এই ধরনের বর্ণবাদী আচরণকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি তাকে ৬০ হাজার ইউরো থেকে ৬ লাখ ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
লা লিগা কর্তৃপক্ষ সম্প্রতি মাঠের ভেতর বর্ণবাদবিরোধী পদক্ষেপ জোরদার করেছে। গত বছর রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণের ঘটনায় ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়।
লা লিগা ও রিয়াল মাদ্রিদ উভয়ই এই ধরনের আচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা