আবহাওয়ার বাধা, মাঠে উত্তেজনা সব মিলিয়ে কার্ডিফের সোফিয়া গার্ডেনসে বুধবারের ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। মাত্র ১২.৫ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে স্বাগতিক ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে দুই দলে মোট ১২.৫ ওভারে। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৭.৫ ওভারে ৫ উইকেটে তোলে ৯৭ রান। জবাবে ইংল্যান্ডকে ৫ ওভারে ৬৯ রানের লক্ষ্য দেওয়া হয়। তবে টপ অর্ডারের ব্যর্থতায় তারা করতে পারে মাত্র ৫৪ রান, হারায় ৫ উইকেট।
দক্ষিণ আফ্রিকার দুই পেসার মার্কো জানসেন ও করবিন বোশ নিয়ন্ত্রিত বোলিংয়ে দুজনেই শিকার করেন দুটি করে উইকেট। ইংলিশ ইনিংসে একমাত্র লড়াই করেন অধিনায়ক জস বাটলার, করেন ২৫ রান।
প্রথম বলেই আউট হন ফিল সল্ট, কাগিসো রাবাদার বলে। হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলও ফিরেন দ্রুত। চতুর্থ ওভারের শেষ বলে বাটলার জানসেনের শিকার হলে ইংল্যান্ড কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান, কিন্তু প্রথম বলেই ব্যান্টনকে আউট করে ম্যাচের ফয়সালা করেন বোশ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল প্রোটিয়ারা। অধিনায়ক আইডেন মারক্রাম খেলেন মাত্র ১৪ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস (২ চার, ২ ছয়)। ডিওয়াল্ড ব্রেভিস যোগ করেন ২৩ রান। তবে ম্যাচসেরা হন ডোনোভান ফেরেইরা, ৮ বলে ২৫ রানে অপরাজিত থেকে, হাঁকান তিনটি বিশাল ছক্কা।
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল ছিলেন লিউক উড, নেন ২ উইকেট মাত্র ২২ রানে।
বিডি প্রতিদিন/মুসা