গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাসা থেকে ডেকে নিয়ে জিহাদ হাসান জয় (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই উত্তেজিত জনতা অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। নিহতের বাবা বোরহান উদ্দিন জানান, ফুটবল খেলা নিয়ে জয়ের সঙ্গে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হক ও তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এর জেরে জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে মোজাম্মেল ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন ম ল বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে। জয় শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির ছাত্র। এদিকে বেনাপোলে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুমন (৩২) হোসেন নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার খড়িডাঙ্গা গ্রামে পিটিয়ে তাকে আহত করা হয়। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। সুমন একই গ্রামের নুর ইসলামের ছেলে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমনের সঙ্গে একই গ্রামের মশিয়ার গংদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ সুমনকে কুপিয়ে যখম করে ফেলে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।