উখিয়ায় মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে ৬৪-বিজিবি (উখিয়া ব্যাটালিয়ন)। বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে সীমান্তের কানাপাড়া এলাকায় মিয়ানমার সীমান্ত দিয়ে কয়েকজনকে অনুপ্রবেশ করতে দেখে সন্দেহ করে হোয়াইক্যং বিওপির টহল দল। এ সময় ধাওয়া করে একজনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। আটক ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন (২৬)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লালু ইসলামের ছেলে। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৬৪-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আটক আসামি ও উদ্ধার ইয়াবাসহ টেকনাফ থানায় মামলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।