নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল গফফারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ এবং অবিলম্বে তার অপসারণ দাবিতে মানববন্ধন ও সভা হয়েছে। জেলা হাসপাতালের সামনে নড়াইল-রূপগঞ্জ সড়কে গতকাল বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এবং ড্রাগ সমিতি জেলা শাখা কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অভিযোগ অস্বীকার করে তত্ত্বাবধায়ক বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নই। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের স্বার্থে ব্যাঘাত ঘটায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।