কক্সবাজার সদর উপজেলার ডিককুল এলাকা থেকে মনির চৌধুরী নামে এক কলেজছাত্রের লাশ স্থানীয় মেস থেকে গতকাল উদ্ধার করেছে পুলিশ। তিনি পাইন্যাশিয়ার মজিবুল হক চৌধুরীর একমাত্র সন্তান ও কক্সবাজার হার্ভার্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ওসি জানান, মৃত্যুরহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এদিকে লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের লাশ গতকাল উদ্ধার করা হয়েছে।