বাগেরহাটের মোংলায় ভয়ভীতি দেখিয়ে এক নারীকে দুই মাস ধরে দফায় দফায় ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সফিকুল ইসলাম টিটু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টিটু উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের বাসিন্দা। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, ধর্ষণের শিকার ৩০ বছর বয়সের নারী কাইনমারী গ্রামে ভাড়া বাসায় একা থেকে ইপিজেডে কাজ করেন। বাড়ির মালিকের ভাই দুই মাস ধরে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে দফায় দফায় ধর্ষণ করেন। বৃহস্পতিবার ওই নারী থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করা হয়।