জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দশানী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আবদুল্লাহ নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার বিকালে উপজেলার জব্বারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল্লাহ (১০) বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় মাদরাসার শিক্ষার্থী। জানা যায়, শনিবার জব্বারগঞ্জ এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায় আবদুল্লাহ। বিকালে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে স্রোতের তোড়ে সে নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ না পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।