বগুড়ার সারিয়াকান্দিতে ভুয়া পদবি ব্যবহারের দায়ে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার পৌর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এ অভিযান পরিচালনা করেন। ইউএনও জানান, নামের আগে ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করায় উত্তরণ ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল স্টোরের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে এ জরিমানা করা হয়।