নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিয়াশ বাজার ও ডাহিয়া গ্রামে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, অভিযানে ৩০০টি চায়না দুয়ারি জাল ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ডাহিয়া গ্রামের আরদেশ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় অভিযান আরও জোরদার করা হবে।