ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে অবস্থিত পিএমবি নামক একটি ইটভাটার কাছে পাওনা টাকা চাওয়ায় স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে শিবরামপুরের চন্ডিপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে আনোয়ার হোসেন লিটন, রশিদ শেখ, শাহ মো. শের আলমসহ স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য দেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, ইটভাটার মালিক চঞ্চল ঘোষ ও ছন্দা ঘোষ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষের আত্মীয় হওয়ায় পাওনা টাকা চাইলে পুলিশ দিয়ে হয়রানি করত। আওয়ামী লীগ সরকারের পতনের পরও ভাটার মালিক তাদের কয়েকজন অংশীদারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ ছাড়া ইটভাটায় মাটি, বালুসহ বিভিন্ন সরঞ্জাম দেওয়া ব্যক্তিদের টাকা না দিয়ে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে। এ ঘটনার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে শিবরামপুরের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন।