ঝিনাইদহের মহেশপুরে তিনটি সোনার বারসহ আমিরুল ইসলাম (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল পলিয়ানপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আমিরুল ইসলাম মহেশপুরের আকাম উদ্দিনের ছেলে। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দ করা সোনার ওজন ৩৪৯.৮০ গ্রাম, যার বাজার মূল্য ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা।