মানিকগঞ্জে গতকাল সন্ধ্যায় নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল দুই বন্ধুর। রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সিলেট ও কিশোরগঞ্জে মারা গেছেন আরও দুইজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
মানিকগঞ্জ : নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়। গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের সুজন মণ্ডল (২০) ও ধুবলিয়া গ্রামের সোহান হোসেন (২০)। দুর্ঘটনায় আহত হন তাদের আরেক বন্ধু মারুফ হোসেনের (২১)।
রাজবাড়ী : গোয়ালন্দে মোটরসাইকেলে দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনায় ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের সঞ্জয় মণ্ডল (২৬) ও শ্রাবন্তী ভাদুরী (২২)।
সিলেট : সিলেটে বৃহস্পতিবার রাতে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ফাহাদ আহমদ (২০) নামে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ : অষ্টগ্রাম উপজেলায় গতকাল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন।