নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া মিশুকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর রাকিব (২৭) ও ব্রাহ্মণবাড়িয়ার মর্জিনা (৩৭)। জানা যায়, ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে চারটি মিশুক চুরি হয়। এ ঘটনায় বুধবার মামলা করা হয়।