পাবনার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। গতকাল সদর উপজেলার আনিস মোড়ে এ কর্মসূচি পালন করে কয়েকটি গ্রামের বাসিন্দারা। কয়েক শ নারী পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পদ্মা নদী থেকে উত্তোলন করা মাটি ও বালু সদর উপজেলার দোগাছি ইউনিয়নের আনিস মোড় থেকে চরসদিরাজপুর পর্যন্ত রাস্তা দিয়ে পরিবহন করা হয়।
এ ছাড়া সড়কটি দিয়ে ইটবোঝাই ট্রাকও চলাচল করে। এতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রায় দুই কিলোমিটারের এ রাস্তাটি। বক্তারা দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানান।