মাদারীপুরে অবৈধ বালু তোলার প্রতিবাদ করায় চারটি বসতঘরে হামলা, লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়েছে কয়েকটি হাতবোমার। সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের হোগল পাতিয়া গ্রামে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। চরের বাসিন্দারা রয়েছেন চরম আতঙ্কে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, চরাঞ্চলের মানুষ বালু তোলার প্রতিবাদ করায় ঝাউদি ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের নেতৃত্বে ৭০-৮০ জন হামলা চালায়। তার আতঙ্ক সৃষ্টি করার জন্য চরের বাসিন্দা আক্তার, গিয়াস ও জলিল বেপারীর পরিবারের চারটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটনায়। নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। ক্ষতিগ্রস্ত আক্তার বলেন, ওরা ঘরের দরজা-জানালা ভেঙে সবকিছু লুট করে নিয়েছে। প্রশাসনের কাছে আমরা বিচার চাই।
চরের এক নারী জানান, এরা প্রতিদিন নদী থেকে লাখ লাখ টাকার অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করে। অভিযোগের বিষয় জানতে চেয়ারম্যানের বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি। ফোনও বন্ধ রয়েছে। সদর থানার ওসি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।